বামনায় লাইসেন্স বিহীন ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ!

প্রথম পাতা » বরগুনা » বামনায় লাইসেন্স বিহীন ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ!
রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪


বামনায় লাইসেন্স বিহীন ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ!

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় রবিবার উপজেলার বেসরকারি ৬টি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ সনদপত্র না থাকায় বন্ধ করে দিলেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বন্ধকৃত ক্লিনিকগুলো হচ্ছে, উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ডৌয়াতলা বাজারের সুন্দরবন ক্লিনিক, সুন্দরবন  ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী হাসপাতাল ও সততা ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিকে ভর্তিরত রোগীদের এনে বামনা হাসপাতালে  ভর্তি করে ক্লিনিকগুলো বন্ধ করা হয়। অবৈধ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার অভিযান পরিচালনা করেন বামনা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল।

 

 


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৩২ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ