গৌরনদীতে ওসি’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » পিরোজপুর » গৌরনদীতে ওসি’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শুক্রবার ● ২ মে ২০২৫


গৌরনদীতে ওসি’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই) বিরুদ্ধে বরিশাল আদালতে নালিশী মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। বুধবার বিকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের নারী ও পুরুষরা এ বিক্ষোভ মিছিল করেন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে স্থানীয় একটি কু-চক্রি মহলের প্রত্যক্ষ ইন্ধনে দায়ের করা এ মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষুব্ধরা জানান,  এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে গৌরনদী  উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম বাদি হয়ে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া ও এসআই নজরুল ইসলামকে অভিযুক্ত করে  গত ২৮ এপ্রিল বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন।  গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে পারিবারিক কবরস্থানের নামে পাকা দেয়াল নির্মাণ করছিলেন সুমা বেগম। এসময় গ্রামবাসী তাকে নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন। এরপরও বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে আসছিলো সুমা বেগম।
ওসি-এসআই’র বিরুদ্ধে দায়ের করা নালিশী মামলায় বাদি সুমা বেগম উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা তার (সুমা) শ^শুর বাড়ির পূর্ব পুরুষের পাকা কবরস্থান ভাঙচুর করে দখলের জন্য আসে। এসময় বাদি ৯৯৯ কল করার পর গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এরপর রহস্যজনক ভাবে এসআই নজরুল ইসলাম বাদি সুমা বেগমসহ মামলার তিনজন সাক্ষীকে আটক করে থানায় নিয়ে যান। থানার ওসি এবং এসআই আটককৃতদের ছেড়ে দেয়ার জন্য সুমা বেগমের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত নয়টা পর্যন্ত বে-আইনীভাবে আটককৃতদের থানা হেফাজতে রাখেন। পরবর্তীতে ওইদিন রাত নয়টার পর থানা হেফাজত থেকে বাদি ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়।
মামলায় সুমা বেগম আরও উল্লেখ করেন, ওসি এবং এসআই মামলার বাদি ও তিনজন সাক্ষীকে দীর্ঘসময় থানায় আটক করে রাখার কারণে দুর্বৃত্তরা বাঁধাহীনভাবে কবরস্থান ভাঙচুর করে দখল কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এছাড়া দুর্বৃত্তদের পক্ষালম্বন করে বাদির দায়ের করা এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ ঘটনায় বাদি সুমা বেগম গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাদি সুমা বেগম তার আইনজীবীর মাধ্যমে গত ২৯ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেছেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:১১ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ