নেছারাবাদে শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা
শুক্রবার ● ২ মে ২০২৫


নেছারাবাদে শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে নেছারাবাদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা বিএনপি’র প্রধান কার্যায়ল থেকে শুরু হয়ে উপজেলা চত্তর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে  উপজেলা বিএনপি’র প্রধান কার্যায়য়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম বাতেন, স্বরূপকাঠী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সদস্য সচিব কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী  পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ কাজী আনিছুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক-মোঃ সেলিম মিয়া, অুনষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলেরর আহবায়ক মো. গোলাম কিবরিয়া, সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ রাসেল খান প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩১ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ