নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যহতি

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যহতি
সোমবার ● ৫ মে ২০২৫


নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যহতি

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যহতি দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল। রোববার (৪ মে) পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমরান আহম্মেদ সজিব কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি করা হলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ০১ নং যুগ্ম-আহব্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহব্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। রোববার (৪ মে) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি।

অব্যহতির বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহমেদ সজীবকে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৫:০৮ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ