দুই ইউপি সদস্যকে মারধরগৌরনদীতে বিএনপির ২৭নেতাকর্মীর নামে মামলা

প্রথম পাতা » বরিশাল » দুই ইউপি সদস্যকে মারধরগৌরনদীতে বিএনপির ২৭নেতাকর্মীর নামে মামলা
বুধবার ● ৭ মে ২০২৫


দুই ইউপি সদস্যকে মারধর

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর কক্ষে ঢুকে দুই ইউপি সদস্যকে মারধর ও অফিসের চেয়ার ভাংচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০নেতাকমীকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি গ্রামের  ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হীরা বাদি হয়ে বুধবার সকালে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- উপজেলার নলচিড়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম হাফিজ মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক  ও পিংলাকাঠি গ্রামের আবু বক্কর গাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত গাজী, যুবদল কর্মী মামুন সরদার, ফরিদ হাওলাদার, মজনু খলিফাসহ ২৭ জন।
এজাহারে উল্লেখ করা হয়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার অনাস্থার প্রস্তাব দিয়ে পরিষদের ১২ ইউপি সদস্যর মধ্যে ১১ ইউপি সদস্য  ইউএনও’র কাছে আবেদন করেন। ওই অভিযোগের তদন্তভার কৃষি অফিসারকে দেওয়া হয়। অভিযোগের সাক্ষী গ্রহণে দিন ৬  মে বিকালে ধার্য ছিলো। বাদি ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন খলিফা  সাক্ষি দেওয়ার জন্য ৬মে বিকেল তিনটার দিকে ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারীর কক্ষে অবস্থান করেন। বাদি ও ১নং সাক্ষী মামুন খলিফা সেখানে অবস্থানের খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের পরোক্ষ নির্দের্শে আসামিরা বাদি ও ১নং সাক্সীকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় ৬ আসামি অফিসের   চেয়ার ভাংচুর করে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া  জানান, ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারীর কক্ষে ঢুকে দুই ইউপি সদস্যকে মারধর ও অফিসের আসবারপত্র ভাংচুরের ঘটনায় ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী জিএম আবদুর রব বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন (যার নং ২৮৪, তারিখ ০৬/০৫/২০২৫ ইং)। একই ঘটনায় হামলার শিকার ইউপি সদস্য ইসমাইল হোসেন হীরা বাদি হয়ে দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৭ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ