গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত
রবিবার ● ৪ মে ২০২৫


গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ক্লিনিকের চেম্বার শেষ করে বাসায় ফেরার পথে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার বার্থী  এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সে ঢাকা মহানগরীর মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি প্রাইভেট ক্লিনিকে রোগীদের চিকিৎসা দিতো। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে কালকিনি উপজেলার মসজিদবাড়ি এলাকার একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলো মাহিন। পথিমধ্যে বার্থী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহিন আহত হয়। গুরুতর আহত াবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে রোববার ভোরে ডা. মাহিন মারা যায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানায়, দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এঘটনায় মামলা দায়ের করা হবে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:২৭ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ