চরফ্যাশনে চাঁদা না দেয়ায় অধ্যক্ষের বাড়িতে সন্ত্রাসী হামলা!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে চাঁদা না দেয়ায় অধ্যক্ষের বাড়িতে সন্ত্রাসী হামলা!
সোমবার ● ৫ মে ২০২৫


চরফ্যাশনে চাঁদা না দেয়ায় অধ্যক্ষের বাড়িতে সন্ত্রাসী হামলা!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণআইচা থানা পুলিশের উপস্থিতিতে দক্ষিণআইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালী ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীরা।
রোববার (৪ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার দক্ষিণআইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডে অধ্যক্ষের বসতঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত আবুল কাশেম শাহ দক্ষিণআইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং দক্ষিণআইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
সোমবার বেলা ১১ টার দিকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আবুল বশার হেলালী জানান, দক্ষিণআইচা থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম শাহ সম্প্রতি সময়ে আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তার নেতৃত্বে জসিম খাঁ, কামাল খাঁ, জাহাঙ্গীর খাঁ, শামীম, ওহাব আলীসহ একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে দেয়। এই ঘটনায় আমি দক্ষিণআইচা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তের জন্য থানার উপ-পুলিশ পরিদর্শক শাহিন ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার আগ মুহূর্তে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হন। সেই অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। ওই সময় আমার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপরও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের হামলায় আমার বাম হাতের আঙুলসহ হাতের তালু কেটে যায়। আমার স্ত্রীর ডান হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো জানান, সন্ত্রাসীরা আমার স্ত্রীর গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন ও ৮ আনা দুইটি আংটি নিয়ে যায়। আমি এই ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবী জানাচ্ছি।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, দক্ষিণআইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাশেম শাহ’র পালিত সন্ত্রাসী বাহিনী প্রধান জসিম খাঁ, কামাল খাঁ, জাহাঙ্গীর খাঁ, শামীম, ও ওহাব আলী গত ৫ আগষ্টের পর থেকে অসহায় মানুষের জমি, বসতঘর দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তারা রীতিমতো এলাকায় রাম রাজত্ব কায়েম করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। তাদের লাগাম টেনে ধরার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণআইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ বলেন, আমি কোন চাদা চাইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
দক্ষিণআইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবং হামলার একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৫ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ