মাহিলাড়া ইউপি কার্যালয়ে হামলা ভাংচুর, আহত-১

প্রথম পাতা » বরিশাল » মাহিলাড়া ইউপি কার্যালয়ে হামলা ভাংচুর, আহত-১
শনিবার ● ৩ মে ২০২৫


মাহিলাড়া ইউপি কার্যালয়ে হামলা ভাংচুর, আহত-১

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপির এক কর্মীর ওপর হামলার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে ইউনিযন বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বেঁজহার গ্রামস্থ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত বিএনপি কর্মী সবুজ শিকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিএনপি কর্মী সবুজ শিকদার অভিযোগ করে বলেন, আমি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর কাছ থেকে চেয়ারম্যান সাটিফিকেট আনার জন্য গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে পাই নাই। শনিবার  সন্ধ্যায় খবর পাই চেয়ারম্যান পিকলু ইউনিয়ন পরিষদে   আছেন, এ খবর পেয়ে আমি ও আমার ভাতিজা শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সার্টিফিকেট আনতে যাই। চেয়ারম্যান পিকলু ও তার মোটর সাইকেল চালক পলাশ  হাওলাদারকে  ডাকাডাকি করি।  তারা  দোতলা থেকে নেমে অসময়ে ডাকাডাকি করার কারণে আমার উপর চড়াও হয়।  এক পর্যায়ে পিকলু চাকু  বের করে আমাকে কোপ দেয়।  আমি আত্মরক্ষার্থে ডান হাত দিয়ে কোপ ফিরালে কোপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে লেগে মারাত্মক জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  বিএনপি কর্মী সবুজ শিকদারের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির ২৫/৩০ নেতাকর্মী  সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে  দোতলার একটি কক্ষের থাই গ্লাসের একটি জানালা ভাংচুর করেছে। এ সময় চেয়ারম্যান ও তার মোটর সাইকেল চালক পলাশ হাওলাদার পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন,  খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের দোতলার একটি জানালা ভাংচুর দেখতে পাই। ওই কক্ষের ভেতরে চেয়ারম্যানের ২টি মোবাইল ফোন পারয়া গেছে। শোনা যাচ্চে চেয়ারম্যান পালিয়ে গেছে।  সরকারি ভবন ভাংচুরের ঘটনায়  থানায় লিখিত অভিযোগ দায়ের করলে  ওসি আইনি ব্যবস্থা গ্রহন করবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওযা হবে।
এ ব্যাপারে বক্তব্যের জন্য ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে  পাওয়া যায়নি।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৫ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ