গৌরনদীতে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

প্রথম পাতা » গণমাধ্যম » গৌরনদীতে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
শনিবার ● ৩ মে ২০২৫


গৌরনদীতে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ¦ালো” এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে  প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, বিশেষ অতিথি গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সদস্য খোকন আহম্মেদ হীরা, বিএম বেলাল, কাজী আল-আমিন প্রমূখ। বক্তারা বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ। গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সহযোগিতা প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষ তথ্যপ্রবাহ নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৬ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ