নেছারাবাদে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম পাতা » ফিচার » নেছারাবাদে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫


নেছারাবাদে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে পুকুরের পানিতে ডুবে অন্তরা ইসলাম (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার সাগরকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত অন্তরা ইসলাম (১৪) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা গ্রামের মোঃ আনোয়ার হোসেন তালুকদার ও মোসাঃ শাওন বেগেমের মেয়ে এবং শশীদ অসত্থ্যকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

নিহতের মা মোসাঃ শাওন বেগম জানান, বৃহস্পতিবার খুব সকালে আমার মেয়ে বাড়ীর পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এসময় অন্তরা ইসলাম পানিতে পড়ে তলিয়ে যায়। পরে সকাল ৮টার দিকে আমার মেয়ে মিম আক্তার ঘাটে এসে অন্তারাকে পানিতে ভাষতে দেখে ডাকচিৎকার দেয়। তখন আমি অন্তরা ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ঝালকাঠী হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান আমার মেয়ে অন্তরা ইসলাম শারীরিক ভাবে অসুস্থ ও মৃগী (বায়ু) রোগী ছিল।

পানিতে ডুবে অন্তরা ইসলামের মৃত্যুর দুঃসংবাদে তার পরিবারে এবং সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:৩১ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ