রাতে আলোর ঝলকানি-উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পায়রা সেতু

প্রথম পাতা » পটুয়াখালী » রাতে আলোর ঝলকানি-উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পায়রা সেতু
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১


শীঘ্রই উদ্বোধন হচ্ছে স্বপ্নের পায়রা সেতু

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

দক্ষিনাঞ্চলবাসির স্বপ্নের লেবুখালী পায়রা সেতু শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। অত্যন্ত দ্রুততার সাথে চলছে ঘষা-মাঝা, রং ও লাইটিংসহ শেষ মুহুর্তের সৌন্দর্য বর্ধণের কাজ। রাতের সড়কবাতিতে নুতন করে সেজেছে পায়রা নদী। রাতের আধাঁরে পায়রা নদীর তীরে দাঁড়ালে দেখাযাবে শুধুই আলোর ঝলকানি। দেশের দ্বিতীয় বৃহত্তম ফোরলেন’র লেবুখালী পায়রা সেতুর সড়কবাতি দৃষ্টি কাড়ছে সবার। সন্ধ্যা নেমে আসলেই রূপবদলে যায় সেতুসহ পায়রা নদীর। সড়কবাতির আলোর ঝলকানি সবাই আকৃষ্ট করেছে। ইতোমধ্যে সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিনয়িত মানুষ ভিড় করছেন পায়রার পাড়ে।
দুইটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ারে নির্মিত সেতুটির প্রায় ৯৯ভাগকাজ সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে আনুসাঙ্গিক অন্যান্য নির্মাণ চলতি মাসের মাঝামাঝি সম্পন্ন হলে আগামী অক্টোবরেই যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবদুল হালিম সাগরকন্যাকে বলেন, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ৩৯কি.মিটারে পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ওপর‘ লেবুখালী সেতু’ নির্মাণের মধ্যে দিয়ে দক্ষিন উপকূলের ৫০লক্ষ মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে। ইতোমধ্যে ৩১টি পিয়ারে সেতুটির সড়কবাতি স্থাপনসহ সম্পূর্ণ সেতুটি এখন দৃশ্যমান হয়েছে। দ্রুততার সাথে বাকিকাজ সম্পন্ন করে আগামী অক্টোবর মাসেই যানচলাচলের জন্য খুলে দেয়ার কথা রয়েছে। ব্রিজটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫শ’ কোটি টাকা। ব্রিজটি যানচলাচলে উম্মুক্ত হলে পটুয়াখালী-বরগুণা জেলাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে পায়রা বন্দর ও পর্যটন নগরী কুয়াকাটার সাথে ফেরিবিহীন যোগাযোগে খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৭ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ