চরফ্যাশনে আ‘লীগের অফিসে এনসিপির সাইনবোর্ড!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আ‘লীগের অফিসে এনসিপির সাইনবোর্ড!
রবিবার ● ১১ মে ২০২৫


চরফ্যাশনে আ‘লীগের অফিসে এনসিপির সাইনবোর্ড!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন এনসিপির দখলে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক(দক্ষিণাঞ্চল) আবদুল্লাহ আল মামুন ফয়সাল দাবী করেছেন আমাদের উপজেলায় কোন কমিটি নেই। একটি চক্র আমাদের মানক্ষুন্ন করার জন্যে এই কাজটি করা হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, চরফ্যাশন আওয়ামীলীগ অফিসে সাইনবোর্ড টানিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত ওই ভবনটি এনসিপির নেতাকর্মীরা দখলে নেন এবং নিজেদের সাইনবোর্ড টানিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভবনের ছাদে জাতীয় নাগরিক পাটির সাইনবোর্ড ঝোলানো রয়েছে এবং সেখানে মাইক স্থাপন করে দলটির প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছাদে মাইক স্থাপন করে এনসিপি তাদের দলীয় প্রচার কার্যক্রম চালাচ্ছে।
এ বিষয়ে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবীদার অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতা আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়েছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে ফোন করা হলে কোনো বক্তব্য দিতে রাজি হননি চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড ঝুলানোর খবরটি শুনেছি। সেই কার্যালয় সরকারি সম্পত্তি কিনা আমি নিশ্চিত না। তবে সেটাও যাচাই করতে ২-৩ তিন দিন সময় লাগবে।
এদিকে এনসিপির কেন্দ্রীয় সংগঠক(দক্ষিণাঞ্চল) আবদুল্লাহ আল মামুন ফয়সাল বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া কোন অনুমোদিত কমিটি নেই। চরফ্যাশন আওয়ামীলীগ অফিস দখল যারা করেছে তারা আমাদের কেই না। আমাদেরকে ভাবমুত্তি নষ্ট করার জন্যে এই কাজ করেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদেরতো কমিটিই নেই। কি ব্যবস্থা নিব আমরা? যারা আওয়ামী লীগ অফিস দখল করেছে তাদেরকে আমরা চিনিনা।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ