পিরোজপুর বিপ্রবি‘র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুর বিপ্রবি‘র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার ● ৯ মে ২০২৫


পিরোজপুর বিপ্রবি‘র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একাডেমিক ভবন ও স্থানীয়  সরকারি মহিলা কলেজ উপ-কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘ক’ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। এর মধ্য দিয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সমাপ্তি হলো। প্রতিটি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ মোট ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের এ কেন্দ্রে সহস্রাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হেল্প ডেস্ক, আগত অভিভাবকদের জন্য বিশ্রাম ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি মেডিকেল টিমসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করায় উপাচার্য তাদেরকে ধন্যবাদ জানান।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৮ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ