নেছারাবাদে ইয়াবাসহ দু‘জন গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ দু‘জন গ্রেফতার
শনিবার ● ১০ মে ২০২৫


নেছারাবাদে ইয়াবাসহ দু‘জন গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ইয়াবাসহ মামুন ও রাশেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে স্বরূপকাঠী পৌর শহরের আকলম গ্রামের ফকির বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে।
মামলা সূত্রে জানা যায় মাদক উদ্ধার অভিযান বের হলে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় আকলম ফকির বাড়ী এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে নেছারাবাদ থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীরা হলেন, উপজেলার পূর্ব জগন্নাথকাঠী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ মামুন এবং উত্তর জগন্নাথকাঠী গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোঃ রাশেদ হাওলাদার।
এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে পুলিশ শনিবার আসামীদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের শনিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:২৭ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ