নেছারাবাদে ছাত্রদলের সমাবেশ সফলে প্রস্তুতি সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ছাত্রদলের সমাবেশ সফলে প্রস্তুতি সভা
রবিবার ● ১১ মে ২০২৫


নেছারাবাদে ছাত্রদলের সমাবেশ সফলে প্রস্তুতি সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ (মে) রোববার সকালে স্বরূপকাঠী পৌর শহরের তৃনা কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল ও খুলনা বিভাগীয় ছাত্রদলের সমাবেশ আগামী ১৬ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে “তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ওই সভার আয়োজন করে নেছারাবাদ উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল।
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আব্দুল্লাহ আল যুবায়ের এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব এর সঞ্চালনায় প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশীদ বাপ্পি, স্বরূপকাঠী পৌর ছাত্রদলের আহবায়ক কাজী সাদ্দাম,  সদস্য সচিব মো. বাইজিদ সিকদার, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. শাকিল হোসেন হৃদয়, সদস্য সচিব জালিস মাহমুদ ভূইয়া প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৩২ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ