রাঙ্গাবালীতে নারী নির্যাতন প্রতিরোধে সভা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে নারী নির্যাতন প্রতিরোধে সভা
সোমবার ● ২২ মার্চ ২০২১


রাঙ্গাবালীতে নারী নির্যাতন প্রতিরোধে সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সভা করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘কমিউনিটি সচেতনতামূলক সভা’ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী প্রমুখ।
এসময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয় আলোচনা করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:৩২ ● ৭০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ