নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০


নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে মো. সোলায়মান (৩৭) নামে এক রাজ মিস্ত্রীর (নির্মাণ শ্রমিক) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর)  সকালে উপজেলার জগন্নাথকাঠী দক্ষিনপাড় বন্দরে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই বন্দরের মাহাবুবুর রহমান মনিরের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতা বসত পাশে থাকা বিদ্যুতের তাড়ে জড়িয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  নিহত সোলায়মান ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার হানিফ খানের ছেলে। সে আমড়াজুরি এলাকায় শশুরবাড়ীতে বসবাস করিত। বর্তমানে বাসাভাড়া নিয়ে স্বরূপকাঠিতে রাজ মিস্ত্রীর কাজ করত। মৃত্যু কালে স্ত্রী ও ১ শিশু ছেলে রেখে গেছেন।
নেছারাবাদ থানার  ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের পরিবার মামলা দিলে নিয়মিত মামলা রজু করা হবে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:১০ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ