চরফ্যাশনে তালের বীজ রোপণ শুরু

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে তালের বীজ রোপণ শুরু
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০


চরফ্যাশনে তালের বীজ রোপণ শুরু

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় তালের বীজ রোপণ কর্মসূচী’র আয়োজন করেছে উপজেলা  প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সকাল ১১ ঘটিকায় বীজ রোপণ কর্মসূচী’র শুভ উদ্বোধন করেন।
সরকারি স্লোগান, একটি গাছ কাটার পূর্বে তিনটি চারা গাছ লাগাতে হবে। বন্যাপ্রতিরোধে সহনশীন হিসাবে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন নির্দেশনায় তাল গাছের চারা রোপণ কর্মসূচী পালন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে এ তালের চারা রোপণ কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদরে চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, চরফ্যাশন প্রেস ক্লাবের সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২১ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ