গলাচিপায় ইসলামিক রিলিফের গোশত বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ইসলামিক রিলিফের গোশত বিতরণ
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২০


গলাচিপায় ইসলামিক রিলিফের গোশত বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৯টি ইউনিয়নের (আমখোলা, গোলখালী, গলাচিপা, ডাকুয়া, পানপট্টি, রতনদী তালতলী, চিকনিকান্দি, গজালিয়া ও গলাচিপা পৌরসভা) ৭০০জন এতিম শিশু, বিধবা, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ২কেজি করে গরুর গোশত বিতরণ করা হয়।
সোমবার (৩ আগস্ট) গলাচিপা মহিলা কলেজ প্রাঙ্গনে মাংস বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীন শাহ্। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মো. শাহজাহান মিয়া, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল মন্নান, ইসলামিক রিলিফ বাংলাদেশ- গলাচিপা ফিল্ডের অ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার রেখা ইয়াসমিন, ফিল্ড অফিসার নুর আলম, সোহেল রানা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা চেয়ারম্যান মো. শাহীন শাহ বলেন, করোনাকালীন এ সময়ের মধ্যেও ইসলামিক রিলিফের এহেন মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান ও তাদের এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি সাম্প্রতিক সময়ের বিভীষিকা করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের নির্দেশনা দেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ-গলাচিপা ফিল্ডের অ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার রেখা ইয়াসমিন জানান, ইসলামিক রিলিফ প্রতি বছর গলাচিপায় কোরবানীর এ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। তিরি আরও জানান, ইসলামিক রিলিফ রমজানে ৪৩৯ প্যাকেট খাবার বিতরণ করেছে যার প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সওয়াবিন তেল, ৩ কেজি চিনি ও ৩ কেজি ছোলা ছিল। এছাড়াও ইসলামিক রিলিফ দীর্ঘদিন ধরে গলাচিপায় এতিম শিশুদের লেখাপড়া ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১০:৫৫:৫৪ ● ২৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ