রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুয়ে পিটিয়ে আহত

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুয়ে পিটিয়ে আহত
রবিবার ● ১২ জুলাই ২০২০


রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুয়ে পিটিয়ে আহত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছঘটনায় গৃহবধু নাজমুন্নাহার(৩৫)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের দুবৃত্তরা। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামে এ হামলা মরপিটের ঘটনাটি ঘটেছে। আহত জলিল মেলকারের স্ত্রী গৃহবধু নাজমুন্নাহার জানান, বুধবার (৮জুলাই) দুপুর ২টার দিকে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মিজানুর রহমান মিজু, সফি হাওলাদার ও জসিম মৃধা (সোহাগ)রা কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাথারী পিটিয়ে তাকে আহত করে। ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধারকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়া বলেন, নাজমুন্নাহার আমার চিকিৎসাধীনে ২য় তলায় মহিলা ওয়ার্ডের ৫নং বেডে ভর্তি আছে। তার মাথায় সেলাই আছে, শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে।
এ বিষয় নিয়ে নাজমুন্নাহারের স্বামী জলিল মেলকার বলেন, আমার জমির উপরে বসে আমার স্ত্রীকে প্রতিপক্ষরা মারধর করেছে। আমি আপনাদের মাধ্যমে এর বিচার চাই। এ বিষয় নিয়ে সফি হাওলাদারের মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয় নিয়ে ইউপি সদস্য মিজু গাজী ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জলিল মেলকার বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৮ ● ৫০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ