পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ৯টায় উদ্বোধনী কর্মসূচি শেষে কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যররা।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সততা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০১:৪১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ