
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় পরিবেশ রক্ষা সাংবাদিকতায় অবদানের জন্য তিন সাংবাদিককে সম্মাননা দিয়েছে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের যৌথ অঙ্গীকার সংলাপ’ শেষে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. শফিকুল ইসলাম খোকন (পাথরঘাটা উপজেলার বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. সাইদুল ইসলাম মন্টু (প্রতিদিনের বাংলাদেশ) এবং তৌহিদুল ইসলাম শুভ (আরটিভি)। সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ-সংবাদ নিয়মিতভাবে উপস্থাপন করায় তারা এ সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল। সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মো. জাফর সালেহ। এসময় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাংবাদিক জাহাঙ্গীর কবীর মৃধা, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মো. খলিলুর রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত পর্যটন, নৌযানের বর্জ্য, প্লাস্টিক দূষণ, বনসম্পদের অতিরিক্ত ব্যবহার ও আশপাশের জনবসতির চাপ সুন্দরবনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা শ্বাসমূল বাধাগ্রস্ত করে গাছকে দুর্বল করছে, একই সঙ্গে বন্যপ্রাণীর খাদ্যচক্রেও বিরূপ প্রভাব ফেলছে। ফলে উপকূলীয় জনপদ বাড়তি জলবায়ু ঝুঁকিতে রয়েছে। সভাপতি মনির হোসেন কামাল বলেন, সুন্দরবন রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠ পর্যায়ের দূষণ, অবৈধ দখল, নীতিমালা বাস্তবায়নের অসঙ্গতি তুলে ধরা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সম্ভব। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক ধারাবাহিক রিপোর্টিং। শেষে নির্বাচিত তিন সাংবাদিককে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।