বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হোম পেজ » বরগুনা » বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


বামনায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনা জেলার বামনা উপজেলায় আজ ০৯ ডিসেম্বর  রোজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উত্তোলন করা হয়। কবুতর অবমুক্ত করে দিবসটির আনুষ্ঠানিকতা ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ। র‌্যালি ও মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ। সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী  অধ্যাপক মোঃ জাকির হোসেন, বামনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু নাসের গোলাম কিবরিয়া, মফস¦ল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৫ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ