ছাত্রীকে তুলে নিতে বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর

হোম পেজ » বরগুনা » ছাত্রীকে তুলে নিতে বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


ছাত্রীকে তুলে নিতে বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে তুলে নিতে বাধা দেওয়ায় মাদ্রাসা সুপার আবু তাহেরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে মাদ্রাসা সুপার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে স্থানীয় মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে জোবায়ের হোসেন বাবু দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছিল। বুধবার বিকেলে মাদ্রাসা ছুটির পরে ওই ছাত্রী বাড়ী ফিরছিলো। পথিমধ্যে জোবায়ের হোসেন বাবু ও তার সহযোগী ইমরান তাকে মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে।
ছাত্রী দৌড়ে মাদ্রাসার সামনে এলে সুপার আবু তাহের ও শিক্ষক ফরিদুল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জোবায়ের হোসেন বাবু, ইমরান, নাজমুল, রিয়াজ, সাইমুন ও কবিরসহ ১০-১২ জন বখাটে সুপারকে মারধর করে। এসময় অপর এক শিক্ষক ফরিদুল ইসলামকে রক্ষায় এগিয়ে এলেও তাকেও লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে মারধরের শিকার হওয়া সুপার আবু তাহের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বুধবার রাতে জোবায়ের হোসেন বাবুকে প্রধান আসামী করে সাতজনের নামে থানায় অভিযোগ করেছেন। পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।
ভুক্তভোগী ছাত্রী জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে জোবায়ের হোসেন বাবু তাকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। বুধবার বিকেলে বাড়ি যাবার পথে তারা তাকে মোটরসাইকেলে তুলে নিতে চাইলে দৌড়ে সুপারের কাছে আশ্রয় নেয়। সুপার এগিয়ে এলে বখাটেরা তাকে মারধর করেছে।
মাদ্রাসা সুপার আবু তাহের বলেন, ছাত্রীকে তুলে নিতে চেয়েছিল। আমি বাধা দিতে গিয়ে মারধরের শিকার হই। থানায় অভিযোগ করেছি।
আমতলী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনী ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪২:২৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ