পটুয়াখালী-৩ আসনের হাতপাখা প্রার্থীর সাথে নবাগত ওসির মতবিনিময়

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনের হাতপাখা প্রার্থীর সাথে নবাগত ওসির মতবিনিময়
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৩ আসনের হাতপাখা প্রার্থীর সাথে নবাগত ওসির মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে হাতপাখা প্রতীকের মনোনিত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক দশমিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ’র সাথে মতবিনিময় করেছেন। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে থানায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপজেলা সভাপতি হাফেজ মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি হাফেজ মো. শামীম জোমাদ্দার, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানি, জয়েন্ট সেক্রেটারি আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু তাহের, অর্থ সম্পাদক প্রফেসর মো. আনোয়ার হোসেন খান, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জাকির খান, যুব আন্দোলনের সভাপতি গাজী মোহাম্মদ বাসির ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক এইচ এম বাহাউদ্দীন নোমান ও সদস্য মো. ইব্রাহিম খলিলসহ অন্যরা।

মতবিনিময় শেষে মুফতি আবু বকর সিদ্দিক নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যায়ভাবে কাউকে হয়রানি না করার আহবান জানাই।

এসময় ওসি হাসনাইন পারভেজ উপস্থিত সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানান।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫২ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ