মহিপুরে বিধবার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

হোম পেজ » কুয়াকাটা » মহিপুরে বিধবার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


মহিপুরে বিধবার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরের ইউসুফপুর গ্রামের বিধবা সাজেদা বেগমের (৬২) আবাদ করা ১৮ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মহিলার অভিযোগ, জমি দখলের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল, এর জের হিসেবেই ধান কেটে নেওয়া হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের অভিযুক্ত হাফেজ আব্দুল বারেক (৫৫) একই এলাকার প্রভাবশালী ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় তারা সাজেদা বেগমের জমি থেকে ধান কেটে নিয়ে গেছে। বাধা দিতে গেলে বিধবাকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়া হয়।
সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা করছে। তাদের ভয়ে আমি নিরাপত্তাহীন। সাজেদা বেগমের ছেলে সোলায়মান হাওলাদার বলেন, হাফেজ আঃ বারেক আগেও বিভিন্ন মামলা ও হয়রানির মাধ্যমে আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। পূর্বে জমি সংক্রান্ত মামলাসহ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগেও মামলা দিয়েছে।
হাফেজ আব্দুল বারেক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অন্য কারো জমির ধান কাটিনি, নিজের জমির ধান কেটেছি। মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অভিযোগকারীদের এখানে কোনো জমি নেই।
মহিপুর থানার ওসি মোঃ মহব্বত খান বলেন, সাজেদার অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:০১ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ