
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে জমি মাপা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রাশেদ রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় এ ঘটনায় রাশেদ রাব্বি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আহত রাশেদ রাব্বি লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। বাকিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শ্রমিকলীগ ও যুবলীগের অনুসারী বলে দাবি করেছেন হামলার শিকার হওয়া আহত ছাত্রদল নেতার পরিবার।
রাশেদের বাবা বিএনপি নেতা আলী আক্কাস হাওলাদার জানান, স্থানীয় শাহজাহান তালুকদারের জমি মাপার কাজে ত্রা ছেলে রাশেদ গেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, মতি মাতুব্বর, জাকারিয়া, আবু তালেব মাতুব্বর, ইলিয়াস মাতুব্বরসহ কয়েকজন রাব্বির মাথা ও শরীরে বেধড়ক মারধর ও আঘাত করে।
এরপর স্থানীয়রা রাশেদ রাব্বিকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।
এদিকে, অপর পক্ষের আহত তিনজন পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে।
অভিযুক্ত মতি ও আবুতালেব মাতুব্বর দাবি করেন, তাদের জমিতে ভেকু মেশিন দিয়ে জোর করে মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। তিনি বলেন, আমরা তিন ভাই মারধরের শিকার হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান জানান, ৯৯৯–এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই/এমআর