তফসিল ঘোষণার পর বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল

হোম পেজ » লিড নিউজ » তফসিল ঘোষণার পর বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বরগুনায় কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়েছে। প্রকাশিত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, মিছিলে প্রায় ৮০-৯০ জন অংশগ্রহণ করেন । ৫৭ সেকেন্ডের মিছিলের ভিডিও বৃহস্পতিবার রাত ৯টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বির ফেসবুকে পোস্ট করেন।

মিছিলে কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক বিহীন নির্বাচন মানি না-মানবো না বলে স্লোগান দিতে শোনা যায়।

এদিকে একই সময় বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের সমর্থকরা ৩০-৪০ জনের একটি মশাল মিছিলও বের করেন বলে অপর একটি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রথম মিছিলটি আমতলীতে হয়েছে। দ্বিতীয় মিছিলটি সম্ভবত কোনো গ্রামে অনুষ্ঠিত হয়েছে, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৮ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ