নমুনা শস্য কর্তন দশমিনায় আমনে ভালো ফলনের আশা কৃষি বিভাগের

হোম পেজ » পটুয়াখালী » নমুনা শস্য কর্তন দশমিনায় আমনে ভালো ফলনের আশা কৃষি বিভাগের
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


দশমিনায় নমুনা শস্য কর্তন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরহোসনাবাদ ব্লকে এ কার্যক্রম সম্পন্ন হয়।
কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুবজ সিকদার ও মো. মফিজুর রহমান, উপজেলা জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা মোসা. রাবেয়া বেগম, উপজেলা পরিসংখ্যান অফিসের চেইনম্যান মো. আনোয়ার হোসেন, কৃষক মো. পারভেজ প্যাদা এবং কৃষক মো. আমানুল ইসলামসহ স্থানীয়রা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, দশমিনা উপজেলায় প্রায় ১৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও বিভিন্ন উন্নত জাতের ধান চাষাবাদের কারণে এ বছর উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা ফলন নিয়ে আশাবাদী। সরকারিভাবে খাদ্য বিভাগ ৩৩ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে, এতে কৃষকদের উপকার হবে। তিনি আরও বলেন-কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের কারণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ