কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য এবং শীতার্ত পরিবারের সদস্যদের ঢেউটিন, শুকনা খাবার কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ্য পরিবারের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর সভাপতিত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক,  সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ।

কলাপাড়া উপজেলায় গত বছর প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা, এবং শীতার্ত অর্ধশত পরিবারকে চাল,ডাল,তেল, লবনসহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ