আমতলীর নবাগত ইউএনওর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

হোম পেজ » বরগুনা » আমতলীর নবাগত ইউএনওর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


আমতলীর নবাগত ইউএনও সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সাংবাদিকদের পরামর্শ নেন।
ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম বাদল, ইকবাল তালুকদার, সাইফুল্লাহ নাশির, মোঃ হোসাইন আলী কাজী, মোঃ জয়নুল আবেদীন, এইচএম কাওসার মাদবর, এইচএম রাসেল, মনির হোসেন, মহসিন মাতুব্বর, আহমেদ সজিব, আল আমিন বাবু ও ইমরান হোসেন প্রমুখ।
ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরিচালকনার জন্য সকল সাংবাদিকদের সক্রিয় ভুমিকা রাখতে হবে।  প্রশাসন ও সাংবাদিক মিলেই উপজেলার মানুষকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। উপজেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে সাংবাদিকদের সহযোগীতা দাবী করেন তিনি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০১:২৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ