নাজিরপুরে ১০ কোটি টাকার অডিটরিয়াম প্রকল্পে দুর্নীতির অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » নাজিরপুরে ১০ কোটি টাকার অডিটরিয়াম প্রকল্পে দুর্নীতির অভিযোগ
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


নাজিরপুরে ১০ কোটি টাকার অডিটরিয়াম প্রকল্পে দুর্নীতির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলা অডিটরিয়াম ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কোটি টাকা বরাদ্দের পরও নিম্নমানের সামগ্রী দিয়ে আংশিক কাজ করে সমুদয় অর্থ আত্মসাৎ করে ঠিকাদার পালিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে অডিটরিয়াম ভবনটি কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে।

এলজিইডির জেলা ও উপজেলা কার্যালয়ের তদারকি না থাকায় প্রকল্পটি দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট অফিসের একাধিক সূত্র জানায়, ২০২0 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ পায় মেসার্স সিমরান মায়ান ট্রেড এন্টারপ্রাইজ ও এমএমটিআই (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় প্রভাবশালী সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি শাহীন যুক্ত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, জলাশয়ের ওপর নির্মিত ভবনটিতে নিম্নমানের রড-বালু ব্যবহার হয়েছে। পরিকল্পনার বাইরে কম পরিধির পাইল করায় ভবনের পশ্চিম পাশ হেলে গেছে। ভবন ঘিরে থাকা শতাধিক মেহগনি গাছ টেন্ডার ছাড়াই কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। সেই কাঠ দিয়েই ২৪টি দরজার ফ্রেম তৈরি করা হয়েছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় নির্মাণাধীন ভবনটি এখন অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, কাজ শুরুর পরপরই ঠিকাদারের সঙ্গে অর্থ ভাগাভাগি হয়েছে বলেও এলাকায় গুঞ্জন আছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তারা দ্রুত প্রকল্পটি সম্পন্নের দাবি জানান।

তদারকির দায়িত্বে থাকা এলজিইডি কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। নাজিরপুর উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন অনুপস্থিত, অতিরিক্ত দায়িত্ব পাওয়া মঠবাড়িয়ার প্রকৌশলী মো. জিয়ারুল ইসলামকেও অফিসে পাওয়া যায়নি। জেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমানও কথা বলতে রাজি হননি।

নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে এম সাঈদ অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের তথ্য দিচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া সব প্রকল্প তদন্তাধীন। তদন্ত শেষে দ্রুত কাজ শেষের উদ্যোগ নেওয়া হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০১ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ