কলাপাড়ার আলীপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর রড-হাতুড়ি হামলা

হোম পেজ » কুয়াকাটা » কলাপাড়ার আলীপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর রড-হাতুড়ি হামলা
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


মহিপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে পুরাতন ফেরিঘাট এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার শেষ বিকেলে এ হামলায় গুরুতর আহত ব্যবসায়ী কামাল বেপারি (৩০) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার শেষ বিকেলে কামাল বেপারি ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় স্থানীয় আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ববিরোধ ছাড়াই হঠাৎ এ হামলা চালানো হয়। তাদের ধারণা, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা (তুলাতলী) ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কামাল বেপারি জানান, তিনি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আকস্মিকভাবে কয়েকজন এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। তার দাবি, তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। তিনি আলীপুর মৎস্য বন্দরে ‘কামাল ফিস’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলি সাহা বলেন, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন নামের এক আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তার মাথা, শরীর ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫১:২৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ