গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’ বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা, প্রযুক্তিগত নিরাপত্তা এবং পরিবার–সমাজের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থা গৌরনদী শাখার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়; পারিবারিক মূল্যবোধ, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও ডিজিটাল নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিও প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম নারী ও কন্যাদের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ার আহ্বান জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, গণঅধিকার পরিষদের সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বাবু সঞ্জয় কুমার ভদ্র, অফিস সহকারী ভবরঞ্জন হাজরা, সেলাই প্রশিক্ষক কাকলী প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে নারী অধিকার, ডিজিটাল নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ