বাউফলে হাঁসে বীজ নষ্ট, ৫ জনকে পিটিয়ে জখম

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে হাঁসে বীজ নষ্ট, ৫ জনকে পিটিয়ে জখম
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯


বাউফলে হাঁসে বীজ নষ্ট, ৫ জনকে পিটিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করার প্রতিবাদ করায় ইমরান খাঁন(১৮) ও ফয়সাল খাঁন(২৩) নামে দুই সহোদর ভাইকে পিটিয়ে জখম করে দঁড়ি দিয়ে বেঁধে উঠানে ফেলে রাখার ঘটনা ঘটেছে। এসময় আরো ৫ ব্যাক্তি আহত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ইমরান খান(১৮) ফয়সাল খাঁন(২৩) ইকবাল খাঁন(১৬) ও হালিম গাজীকে(৫৫) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগষ্ট আনসার খাঁনের ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করে তাঁরই বোন জামাই মন্নান খানের পালিত এক পাল হাঁস। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আনসার খানের ছেলে ইমরান ও ফয়সালের সাথে মন্নান খানের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার  সকালে ইমরান গরুর জন্য খড় আনতে গেলে মন্নান খানের ভাই মতলেব খাঁন ও আনসার খাঁনের ভাই হানিফ খাঁনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক ইমরানকে মারধর করতে থাকে। খবর পেয়ে ইমরানের ভাই ফয়সাল ও ইকবাল তাঁকে  রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। এরপর ইমরান ও ফয়সালকে দঁড়ি দিয়ে বেঁধে বাড়ির উঠানে ফেলে রাখে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও ফয়সালকে উদ্ধার করে।  এসময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ইমরানের বাম হাতের একটি হাড় ভেঙে গেছে এবং অন্য রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম ও ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। আমরা তাদেরকে প্রাথমকি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেছি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪৯ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ