বাউফলে পাঁচ জন ডেঙ্গু রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি-১

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে পাঁচ জন ডেঙ্গু রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি-১
শনিবার ● ৩ আগস্ট ২০১৯


বাউফলে পাঁচ জন ডেঙ্গু রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি-১

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে পাঁচ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে জহিরুল ইসলাম (২৫) নামের একজন বাউফল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তার বাড়ি সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে। তিনি বাড়িতে বসেই জ্বরে আক্রান্ত হন। শনিবার (৩ আগস্ট) চিকিৎসার জন্য বাউফলে হাসপাতালে আসলে তার ডেঙ্গু রোগ ধরা পরে।  এ ছাড়া বুলবুল (২৫), হালিমা বেগম (২২), বাদল (৩০) ও নাঈম (১৯) নামের চার জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বুলবুলের বাড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডে, হালিমা বেগমের বাড়ি সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে, বাদলের বাড়ি একই ইউনিয়নের অলিপুরা  গ্রামে এবং নাঈমের বাড়ি সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে। এরা সকলেই  ঢাকা থেকে জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন এবং চিকিৎসা নিতে বাউফল হাসপাতালে এসে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন।
বাউফল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুৃমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাঁজ জনের মধ্যে নাঈম ও জহিরুল গ্রামে বসে আক্রান্ত হয়েছেন। বাকি তিনজন  ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়ি এসেছেন। তিনি জানান, ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য শুক্রবার সরকারীভাবে বাউফল হাসপাতালে যন্ত্রপাতি এসে পৌঁছেছে। কারো জ্বর হলেই আতংকিত না হয়ে বরং হাসপাতালে চিকিৎসকের কাছে এসে নিশ্চিত হওয়ার জন্যও অনুরোধ করেছেন।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৪ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ