প্রবীণ সাংবাদিক বশির আহমেদ আর নেই

প্রথম পাতা » গণমাধ্যম » প্রবীণ সাংবাদিক বশির আহমেদ আর নেই
শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
চলে গেলেন প্রবীণ সাংবাদিক বশির আহমেদ। বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দৈনিক সংবাদের অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক দীর্ঘকাল এই সংবাদপত্রেই কাজ করেছেন। বশির আহমেদের ছেলে ডা. সালেহ আহমেদ শাওন জানান, এর আগে দুবার তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। সর্বশেষ এ্যাটাকেই মারা গেলেন তিনি। রাত ৯টায় ঢাকার মিরপুরের সাংবাদিক কলোনির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বশির আহমেদ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাওন জানান, তার বাবা দৈনিক আজাদ থেকে সংবাদে যোগ দেওয়ার পর ২০০০ সাল পর্ন্ত সংবাদেই ছিলেন। এরপর সাপ্তাহিক দেশসমাচার নামের একটি পত্রিকায় তিনি কিছুদিন কাজ করেছেন। সংবাদের তার সাবেক সহকর্মী মঞ্জুরুল আহসান বুলবুল জানান, সন্তোষ গুপ্তের সঙ্গে দৈনিক আজাদ থেকে বেরিয়ে সংবাদে যোগ দিয়েছিলেন বশির। সে সময় যে কয়জন অপরাধ বিষয়ক প্রতিবেদক ছিলেন, তার মধ্যে বশির আহমেদের গ্রহণযোগ্যতা ছিল অন্যরকম। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টোর্স অ্যাসাসিয়েশনের সদস্য বশির আহমেদের জানাজা গতকাল শুক্রবার বাদ জুম্মা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কালশী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১০:৪৬:৫০ ● ৬৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ