বাউফলে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে কোটি টাকার কারেন্ট জাল জব্দ
রবিবার ● ২৮ জুলাই ২০১৯


বাউফলে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলের কালাইয়া বন্দরের কয়েকটি ব্যাবসায়ি প্রতিষ্ঠানে ভোলা দক্ষিণ জোনের কোস্ট গার্ড, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে ২০ লাখ মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার (২৮ জুলাই) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে আসা সাফ ল্যাফটেনেন্ট মো. জহুরুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের কোস্ট গার্ডের একটি দল, উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অধিদপ্তর এবং কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা  কালাইয়া বন্দরের  সুমন মালী, রিপন মালী, দুলাল মালী ও মোঃ রিয়াজ নামের চার ব্যাবসায়ির গোডাউনে অভিযান শুরু করেন। দিনব্যপি পরিচালিত ওই অভিযানে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত জাল ও পলিথিন কালাইয়া বন্দরের ধান হাটায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে জানান, জব্দকৃত জাল ও পলিথিনের বাজার মূল্য প্রায় কোটি টাকা। উল্লেখ্য, গত বছরেরও এমন সময়ে ওই ব্যাবসায়িদের গোডাউনে অভিযান পরিচালনা করে প্রায় ২৮ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছিল।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩১ ● ৩৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ