কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২৮ মে ২০১৯


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য লুৎফুল হক এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ৪৫ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করারজন্য মিতালী ভান্ডারকে তিন হাজার টাকা,মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার অপরাধে মাতৃ ভান্ডারকে আড়াই হাজার টাকা এবং পন্যের মোড়ক ব্যবহার না করার  অপরাধে চুন্নু স্টোর কে এক হাজার পাচঁশত টাকা জরিমানা করা হয়। এ সময় এ সময় খাবার অনুপযোগী ৩ কেজি খেজুর এবং  নিষিদ্ধ নুর স্পেশাল লবন জব্দ করে বিনস্ট করা হয়।

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৭ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ