কাউখালীতে তিন ব্যবসায়ীা জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসায়ীা জরিমানা
সোমবার ● ২৭ মে ২০১৯


কাউখালীতে তিন ব্যবসায়ীা জরিমানা

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (২৭মে) দুপুরে কাউখালী বন্দরের দক্ষিন বাজারে পশু খাদ্যের দোকানগুলোতে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন তিনি।এ সময় প্রায় ৮মন ভেজাল পশু খাদ্য এবং নিষিদ্ধ দাদা লবন জব্দ করে বিনস্ট করা হয়।
সুত্রে জানা গেছে, হাইকোর্টের নিষিদ্ধ পন্য দাদা লবন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আনে এস দেউড়ী ট্রেডার্সেও সুখরঞ্জন দেউড়ী কে পাচঁ হাজার টাকা এবং ভেজাল পশু খাদ্য বিক্রির অপরাধে সাগর স্টোরের বাসুদেবকে দুই হাজার টাকা এবং খান ট্রেডার্সের রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:১২ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ