নওগাঁয় দই খাওয়ার পর এক পরিবারের ৩ জনের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নওগাঁয় দই খাওয়ার পর এক পরিবারের ৩ জনের মৃত্যু
শনিবার ● ৩০ মার্চ ২০১৯


---

নওগাঁ সাগরকন্যা প্রতিনিধি ॥
নওগাঁর মহাদেবপুরে দই খাওয়ার পর এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে; যারা বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে বলে পুলিশের ধারণা। মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তারা হলেন মহাদেবপুর উপজেলার চকদোহালি গ্রামের অর্জুন কুমার (৩০), তার স্ত্রী পিথি (২০) ও তাদের শিশুছেলে অরণ্য (৩)। অর্জুন মহাদেবপুর বাজারের একটি জুতার দোকানের কর্মচারী। ওসি সাজ্জাদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, অর্জুন শুক্রবার রাত ৮টার দিকে দই নিয়ে বাড়ি ফিরে সবাই মিলে খান। একটু পরে অরণ্য কাঁদতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। এ সময় পিথির ডাক-চিৎকার প্রতিবেশীরা এগিয়ে আসে। এরইমধ্যে পিথি ও অর্জুনও অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা দই খাওয়ার কথা শুনে প্রথমে তাদের তেঁতুল খাইয়ে বমি করানোর চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তারা তাদের হাসপাতালে পাঠান। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পিথিকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয় জানিয়ে ওসি সাজ্জাদ বলেন, সেখানে রাত আড়াইটার দিকে শিশু অরণ্য মারা যায়। আর অর্জুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হলে রাত ৩টার দিকে তারও মৃত্যু হয়। তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:২১ ● ৬০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ