কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪


কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি মৌসুমে বিনামূল্যে গম,সূর্যমূখী,চীনা বাদাম, সয়াবিন,পিয়াজ, মুগ ও মসুরডাল, খেসারী,সরিষার বীজ, রোরো হাইব্রীড ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাসের সভাপতিত্বে  কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার মিস্ত্রি প্রমূখ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১হাজার ১৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

 

 

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৩ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ