নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় পাঁচ শ্রমিককে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় পাঁচ শ্রমিককে জরিমানা
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪


নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় পাঁচ শ্রমিককে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইট ভাটার পাঁচ শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থ দন্ডপ্রাপ্তরা হলো খুলনার কয়রা উপজেলার মো. শহিদুল ইসলাম (৪৫), আঃ ছত্তার (৪০), আঃ সামাদ (৪৫), মো. শহিদুল ইসলাম (৪২) ও সাতক্ষিরা আশাসুনির মো. আলম গাজী (৩৫) পত্যেককে ১০ হাজার টাকা করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ আদালত পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নির্বাহী ম্যজিস্ট্রেট ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলার পূর্ব সারেংকাঠী এলাকার সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেওয়ার সময় ঐ ব্যক্তিদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক ওই অর্থ দন্ডাদেশ দেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:০১ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ