বামনায় বেসরকারী শিক্ষকদের জাতীয় করণে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » বামনায় বেসরকারী শিক্ষকদের জাতীয় করণে মানববন্ধন
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪


বামনায় বেসরকারী শিক্ষকদের জাতীয় করণে মানববন্ধন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয় করণের, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বেসরকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ২২টি বেসরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক সাংবাদিক মো.জাকির হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ ইউনুস আলী, উপাধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন তালুকদার, লক্ষীপুরা দাখিল মাদ্রাসার সুপার মাও.মো.মফিদুল ইসলাম, লাতাবুনিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও.মো.মাহবুবুর রহমান, খোলপটুয়া মাহমুদিয়া আলীম মাদরাসার প্রভাষক মো.আবু বকর সিদ্দিক, জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে  শিক্ষক  প্রতিনিধি অধ্যক্ষ মাও.মুহাম্মদ ইউনুস আলী ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের বরাবরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আল ইমরানের কাছে স্মারকলিপি পেশ করেন।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২০:২২ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ