পবিপ্রবি’ব নূতন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’ব নূতন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪


পবিপ্রবি’ব নূতন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে পবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

পাঁচ শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী ভিসি পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে ভিসি নিয়োগের খবর পেয়ে পবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টায় প্রাশনিক ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে নেমে কাম্পাস অবরুদ্ধের ঘোষনা দেয়। পরে অবশ্য (বেলা ১২টায়) কর্মসূচি প্রতাহার করে নবনিযুক্ত ভিসিকে স্বাগত জানান।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:০৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ