নেছারাবাদে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪


নেছারাবাদে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল ইসলাম লিটু, মো. লোকমান হোসেন, প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জগন্নাথকাঠী জামে মসদিজের ইমাম মাও. মোঃ সামসুর রহমান।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৪ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ