কাশিয়ানীতে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কাশিয়ানীতে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪


কাশিয়ানীতে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও  অন্তত: ২৫ জন
গত রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।  নিহতরা হলেন খুলনা সামাদ আলী, তানি আফরোজ তহুরা, সাকিবুর রহমান, গোপালগঞ্জ সদরের সুলতানশাহী গ্রামের রইচ শেখ। এক জনের পরিচয় পাওয়া জায়নি।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের সহকারি কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা  থেকে ছেড়ে আশা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫জন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে আরও  অন্তত ২৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৪২ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ