নেছারাবাদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী যারা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী যারা
বুধবার ● ২২ মে ২০২৪


নেছারাবাদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী যারা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুর রহমান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আব্দুল হক ৩৬৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোটর সাইকেল প্রতীকে এসএম মুইদুল ইসলাম পেয়েছেন ৩৫৬৩২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে মোঃ শফিকুর রহমান সুমন ৩৪৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি চশমা প্রতীকে শিশির কর্মকার ১৪৯৬০ ভোট, তালা প্রতীকে মো. শহিদুল ইসলাম ১৪৫৬৪ ভোট, টিউবয়েল প্রতীকে মো. সোহাগ মিয়া ৯৭৩০ ভোট এবং উড়োজাহাজ প্রতীকে রাজীব সেন ৪৭৩৪ ভোট       পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে তুলি মন্ডল ৪২৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতীকে নার্গিস জাহান পেয়েছেন ৩৫৪৭০ ভোট। উল্লেখ্য নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৫ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ