নেছারাবাদে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন’র পথসভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন’র পথসভা
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪


নেছারাবাদে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন’র পথসভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পথসভা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, এরই অংশ হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমন (৯ মে) বিকালে উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ওই পথ সভা অনুষ্ঠিত হয়।

মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে, সভায় বক্তব্য প্রদান করেন, যুবলীগের কেন্দ্রীয় কিমিটির সদস্য মোঃ নাছির উদ্দিন পিয়াস, ইউপি সদস্য আসিয়া বেগম, সামাজ সেবক মো. নাছির উদ্দিন, আ’লীগে নেতা আব্দুস সালাম, সমাজ সেবক আবুল বাসার প্রমুখ।

পথসভায় শত শত ভোটারবৃন্দের সম্মুখে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমন আগামী ২১  মে তার নির্বাচনী প্রতিক মাইক মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাধারণ জনগনের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৩৬:০২ ● ২৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ