কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪


কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম(৪২) নামে এক মিশুকচালক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু (বেকুটিয়া ব্রীজ) এর উপরে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম সরদার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের একুব আলী সরদারের ছেলে। তিনি চিরাপাড়া মিশুক সংগঠনের সেক্রেটারী ছিলেন।।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় নিজের মিশুক গাড়িতে মেয়ে ও নাতীকে নিয়ে সেত ুএলাকায় ঘুরতে যান রফিক। সে সময় সেতুর উপর মিশুকের পাশে দাঁড়িয়ে ছিল রফিক হঠাৎ একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার লাশ সোমবার তার লাশ বরিশাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন শেষে দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৬ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ